মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

মস্তিষ্ক উন্নয়নে যা যা খেতে হবেঃ




০খাঁটি মধু প্রতিদিন সকালে এক চামচ করে খেতে হবে।

০ মিস্টি জিনিস তথা খেজুর, সাদা মিস্টি মাঝে মাঝে খেতেপারেন কারণ মেডিকেল সাইন্স বলে মিস্টি জিনিস ব্রেইন উন্নয়নে সাহায্য করে ।

০ রান্নাকৃত মসরের ডাল যাতেপানি বেশি থাকতে হবে অর্থাৎডালের পানি বেশি করে খেতে হবে।

০ পোড়া বাজা কম খেতে হবে এবং লাল মরিচ যুক্ত তরকারি কম খেতে হবে, এবং সবুজ শাক শবজি বেশি করে খেতে হবে।

নিজে জানুন, প্রোফাইলে শেয়ার করে ফেসবুকের সবাইকে জানার সুযোগ দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন