শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কিছু মজার তথ্যঃ

কিছু মজার তথ্যঃ

* অনেকেই Colgate টুথপেস্ট ব্যবহার করেন । কিন্তু সমস্যা হচ্ছে যতই ভালো প্রডাক্ট হোক
স্পেনের কাউকে আপনি কখনো Colgate ব্যবহার করতে বলবেন না, কারণ স্প্যানিসে Colgate মানে হচ্ছে “নিজের গলায় দড়ি দাও”!!

* মুদ্রা বোর্নিওতে ১০০ বছর আগেও মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা হত।

* গরু বা ষাড় নাকি লাল কাপড় দেখলে ক্ষেপে যায়!! কিন্তু সত্যি কথা হচ্ছে ওরাকালার ব্লাইন্ড,লাল রং ওরা আলাদা করে চিনতেই পারে না!

* পাখিরা নীল আকাশে ডানা মেলে উড়ে বেরায়, অথচ সব রং চিনতে পারলেও ঐ নীল রংই তারা চিনতে পারে না।

* পাখিরা নীল রং চিনতে না পারলেও একটা পাখি কিন্তু এই নীল রং ঠিকই চিনতে পারে। আর নীল রং চিনতে পারা পাখিটি হচ্ছে "প্যাঁচা"।

* কাঠবিড়ালীরা কিন্তু পিছু হটতে পারেনা।পেছনদিকে যেতে চাইলে তাদেরকে পুরো উল্টা ঘুরে তারপর পিছন দিকে যেতে হয়।

* জেলি ফিশের শরীরের ৯৫ ভাগই পানি। এখন তো মনে হচ্ছে জেলি ফিশকে পানি ফিশ বললেও খুব একটা ভুল হবে না!

* স্যান্ড বারলারক্র্যাব এমন এক প্রজাতীর কাঁকড়া যাদের নাক নেই।তারা পা দিয়েই বিশেষভাবে তাদেরনিঃশ্বাস নিয়ে থাকে।

ভালো লাগলে আপনার বন্ধুদের
সাথে শেয়ার করুন আর লাইক দিয়ে উত্সাহীত করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন