seliot....
এর নাম মনুষত্ব !
-------------------
সেনাবাহিনীর একজন সিপাহী ৫ জনকে উদ্ধার করে ভিতরে থাকা অবস্থায় প্রায় অচেতন হয়ে পড়েন, বের হয়ে আসছেন এমন সময় তার হাত চেপে ধরে একজন মানুষ '' ভাই আমাকে বাঁচান'' , সিপাহীটি নিজেই পারছিলেন না শ্বাস নিতে, ''আপু আমাকে মাফ করেন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমি আবার আসতেসি'' সিপাহীটিকে সুস্থ করার সব পদক্ষেপ নিতে থাকেন ডাক্তার ও ইন্টার্নরা, অচেতন থেকেই প্রলাপ বকতে থাকে সে '' আমি কথা দিয়ে আইসি ঐ আপুকে; আমাকে ছাড়েন আপনারা'' তার অবস্থা বেগতিক থাকায় তাকে ডাক্তাররা অনেক বুঝিয়ে দমিয়ে রাখেন।
একজন লোককে উদ্ধার করে আনতে না আনতেই সে স্ট্রেচার থেকে লাফ দিয়ে পড়ে বলে ওঠে ''আমি ছাড়া আরো দুইজন ঐখানে আটকা আছে, জায়গাটা আমি ছাড়া কেউ চিনবো না, আমারে একবার যাইতে দেন, তারা বাইচা আছে আমি চিকন মানুষ, আমি পারুম ঢুকতে... আমার ঢুকতে দেন ।(সংগ্রহ)
-------------------
সেনাবাহিনীর একজন সিপাহী ৫ জনকে উদ্ধার করে ভিতরে থাকা অবস্থায় প্রায় অচেতন হয়ে পড়েন, বের হয়ে আসছেন এমন সময় তার হাত চেপে ধরে একজন মানুষ '' ভাই আমাকে বাঁচান'' , সিপাহীটি নিজেই পারছিলেন না শ্বাস নিতে, ''আপু আমাকে মাফ করেন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমি আবার আসতেসি'' সিপাহীটিকে সুস্থ করার সব পদক্ষেপ নিতে থাকেন ডাক্তার ও ইন্টার্নরা, অচেতন থেকেই প্রলাপ বকতে থাকে সে '' আমি কথা দিয়ে আইসি ঐ আপুকে; আমাকে ছাড়েন আপনারা'' তার অবস্থা বেগতিক থাকায় তাকে ডাক্তাররা অনেক বুঝিয়ে দমিয়ে রাখেন।
একজন লোককে উদ্ধার করে আনতে না আনতেই সে স্ট্রেচার থেকে লাফ দিয়ে পড়ে বলে ওঠে ''আমি ছাড়া আরো দুইজন ঐখানে আটকা আছে, জায়গাটা আমি ছাড়া কেউ চিনবো না, আমারে একবার যাইতে দেন, তারা বাইচা আছে আমি চিকন মানুষ, আমি পারুম ঢুকতে... আমার ঢুকতে দেন ।(সংগ্রহ)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন