মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

মস্তিষ্ক উন্নয়নে যা যা খেতে হবেঃ




০খাঁটি মধু প্রতিদিন সকালে এক চামচ করে খেতে হবে।

০ মিস্টি জিনিস তথা খেজুর, সাদা মিস্টি মাঝে মাঝে খেতেপারেন কারণ মেডিকেল সাইন্স বলে মিস্টি জিনিস ব্রেইন উন্নয়নে সাহায্য করে ।

০ রান্নাকৃত মসরের ডাল যাতেপানি বেশি থাকতে হবে অর্থাৎডালের পানি বেশি করে খেতে হবে।

০ পোড়া বাজা কম খেতে হবে এবং লাল মরিচ যুক্ত তরকারি কম খেতে হবে, এবং সবুজ শাক শবজি বেশি করে খেতে হবে।

নিজে জানুন, প্রোফাইলে শেয়ার করে ফেসবুকের সবাইকে জানার সুযোগ দিন।

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
চেনাশোনার কোন্‌ বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে॥
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না--
দেয়াল যত সব গেল টুটে॥
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্‌ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে--
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে॥

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩


seliot....
এর নাম মনুষত্ব !
-------------------
সেনাবাহিনীর একজন সিপাহী ৫ জনকে উদ্ধার করে ভিতরে থাকা অবস্থায় প্রায় অচেতন হয়ে পড়েন, বের হয়ে আসছেন এমন সময় তার হাত চেপে ধরে একজন মানুষ '' ভাই আমাকে বাঁচান'' , সিপাহীটি নিজেই পারছিলেন না শ্বাস নিতে, ''আপু আমাকে মাফ করেন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমি আবার আসতেসি'' সিপাহীটিকে সুস্থ করার সব পদক্ষেপ নিতে থাকেন ডাক্তার ও ইন্টার্নরা, অচেতন থেকেই প্রলাপ বকতে থাকে সে '' আমি কথা দিয়ে আইসি ঐ আপুকে; আমাকে ছাড়েন আপনারা'' তার অবস্থা বেগতিক থাকায় তাকে ডাক্তাররা অনেক বুঝিয়ে দমিয়ে রাখেন।

একজন লোককে উদ্ধার করে আনতে না আনতেই সে স্ট্রেচার থেকে লাফ দিয়ে পড়ে বলে ওঠে ''আমি ছাড়া আরো দুইজন ঐখানে আটকা আছে, জায়গাটা আমি ছাড়া কেউ চিনবো না, আমারে একবার যাইতে দেন, তারা বাইচা আছে আমি চিকন মানুষ, আমি পারুম ঢুকতে... আমার ঢুকতে দেন ।(সংগ্রহ)
এর নাম মনুষত্ব !
-------------------
সেনাবাহিনীর একজন সিপাহী ৫ জনকে উদ্ধার করে ভিতরে থাকা অবস্থায় প্রায় অচেতন হয়ে পড়েন, বের হয়ে আসছেন এমন সময় তার হাত চেপে ধরে একজন মানুষ '' ভাই আমাকে বাঁচান'' , সিপাহীটি নিজেই পারছিলেন না শ্বাস নিতে, ''আপু আমাকে মাফ করেন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমি আবার আসতেসি'' সিপাহীটিকে সুস্থ করার সব পদক্ষেপ নিতে থাকেন ডাক্তার ও ইন্টার্নরা, অচেতন থেকেই প্রলাপ বকতে থাকে সে '' আমি কথা দিয়ে আইসি ঐ আপুকে; আমাকে ছাড়েন আপনারা'' তার অবস্থা বেগতিক থাকায় তাকে ডাক্তাররা অনেক বুঝিয়ে দমিয়ে রাখেন।

একজন লোককে উদ্ধার করে আনতে না আনতেই সে স্ট্রেচার থেকে লাফ দিয়ে পড়ে বলে ওঠে ''আমি ছাড়া আরো দুইজন ঐখানে আটকা আছে, জায়গাটা আমি ছাড়া কেউ চিনবো না, আমারে একবার যাইতে দেন, তারা বাইচা আছে আমি চিকন মানুষ, আমি পারুম ঢুকতে... আমার ঢুকতে দেন ।(সংগ্রহ)

**এক ক্লিকেই জেনে নিন হার্ড ডিস্কের সকল তথ্য **

**এক ক্লিকেই জেনে নিন হার্ড ডিস্কের সকল তথ্য ** 

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার কম্পিউটারের সকল তথ্য জানার জন্য একটি বিশেষ সফট Hard Drive Inspector যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের সকল তথ্য এক ক্লিকেই জেনে নিতে পারেন এই জন্য প্রথমে আপনাকে এখান থেকে-http://www.pchelplinebd.com/archives/41045 ডাউনলোড করে নিতে হবে Hard Drive Inspector কে মাত্র ২.৯৮ মেগাবাইট। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করলেই পেয়ে যাবেন hddinsp নামের সেট আপ ফাইল ও hard.drive.inspector.3.xx-patch নামের একটি প্যাচ ফাইল। প্রথমে সেট আপ ফাইল দিয়ে ইন্সটল করে নিন এবং ইন্সটল শেষে প্যাচ ফাইল কে কপি করে C ড্রাইভ ওপেন করে প্রোগ্রাম ফাইল এ প্রবেশ করুন সেখানে Hard Drive Inspector ফাইলকে ওপেন করে প্যাচ ফাইলকে পেস্ট করুন ও প্যাচ ফাইলে ডাবল ক্লিক করলেই প্যাচ সম্পুর্ন হয়েছে দেখাবে, ব্যাস কাজ শেষ।

কিছু মজার তথ্যঃ

কিছু মজার তথ্যঃ

* অনেকেই Colgate টুথপেস্ট ব্যবহার করেন । কিন্তু সমস্যা হচ্ছে যতই ভালো প্রডাক্ট হোক
স্পেনের কাউকে আপনি কখনো Colgate ব্যবহার করতে বলবেন না, কারণ স্প্যানিসে Colgate মানে হচ্ছে “নিজের গলায় দড়ি দাও”!!

* মুদ্রা বোর্নিওতে ১০০ বছর আগেও মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা হত।

* গরু বা ষাড় নাকি লাল কাপড় দেখলে ক্ষেপে যায়!! কিন্তু সত্যি কথা হচ্ছে ওরাকালার ব্লাইন্ড,লাল রং ওরা আলাদা করে চিনতেই পারে না!

* পাখিরা নীল আকাশে ডানা মেলে উড়ে বেরায়, অথচ সব রং চিনতে পারলেও ঐ নীল রংই তারা চিনতে পারে না।

* পাখিরা নীল রং চিনতে না পারলেও একটা পাখি কিন্তু এই নীল রং ঠিকই চিনতে পারে। আর নীল রং চিনতে পারা পাখিটি হচ্ছে "প্যাঁচা"।

* কাঠবিড়ালীরা কিন্তু পিছু হটতে পারেনা।পেছনদিকে যেতে চাইলে তাদেরকে পুরো উল্টা ঘুরে তারপর পিছন দিকে যেতে হয়।

* জেলি ফিশের শরীরের ৯৫ ভাগই পানি। এখন তো মনে হচ্ছে জেলি ফিশকে পানি ফিশ বললেও খুব একটা ভুল হবে না!

* স্যান্ড বারলারক্র্যাব এমন এক প্রজাতীর কাঁকড়া যাদের নাক নেই।তারা পা দিয়েই বিশেষভাবে তাদেরনিঃশ্বাস নিয়ে থাকে।

ভালো লাগলে আপনার বন্ধুদের
সাথে শেয়ার করুন আর লাইক দিয়ে উত্সাহীত করুন।

#include int main () { printf("Hello world"); return 0;